Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু
বিস্তারিত

রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু

 

কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু হাওরের জন্য মাইলফলক হিসেবেই দেখছেন হাওরবাসী। এ সেতু নির্মাণ হওয়ায় উপজেলার ৫ ইউনিয়নের জনসাধারণ সারা বছর এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াত করতে পারছে আগের চেয়ে অনেক সহজে। অষ্টগ্রাম সদর, পূর্ব অষ্টগ্রাম, কাস্তুল, বাঙ্গালপাড়া ও দেওঘর ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ সারা বছর সড়ক পথে এই সব ইউনিয়নে যোগাযোগ করতে পারবে। দীর্ঘদিনের স্বপ্নের সেতু নির্মিত হওয়ায় ওই উপজেলার মানুষ উচ্ছ্বসিত। এখন থেকে তাদের নৌকা বা ট্রলার দিয়ে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যোগাযোগ করতে হবে না। সড়কপথই হবে ৫ ইউনিয়নের যোগাযোগের মাধ্যম।

২০১৫ সালের ১২ অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজ নামে তৈরি এ সেতু উদ্বোধন করেন। একটা সময় হাওরে প্রচলিত কথা ছিল ‘বর্ষায় নাও (নৌকা), শুকনায় পাও (পা)’। ওই প্রচলিত কথা বর্তমানে হাওরবাসীর জন্য অতীত হয়ে গেছে। শুকনায় তারা (হাওরবাসী) উপজেলাসহ জেলায় যানবাহন দিয়ে চলাচল করে। এছাড়াও হাওরের সৌন্দর্য পিপাসু মানুষদের জন্য সেতুটি বিনোদন স্পট হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।