Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে অষ্টগ্রাম সদর

১.০। পরিচিতিঃ
(ক) ইউনিয়নের সীমানাঃ পশ্চিমে কাস্তুল ইউপি, পূর্বে পুর্ব অষ্টগ্রাম ইউপি, উত্তরে
বড় হাওর এবং দক্ষীনে ধলেশ্বরী নদী।
(খ) জেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ বাস/ট্রেন, নৌকা/লঞ্চ।
(গ) থানা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ রিক্সা/টেম্পো।


১.২। ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ
(ক) আয়তন ঃ ১৬.৬বর্গ কিঃ মিঃ
(খ) লোকসংখ্যা ঃ পুরুষ:- ১২৫৫০, মহিলা:- ১২০৭১, মোট:- ২৪৬২১ জন।
(গ) গ্রামের সংখ্যা ঃ ৪টি, পাড়া:- ৩৪টি।
(ঘ) মৌজার সংখ্যা ঃ ৬ টি (আংশিক)
(ঙ) হাট-বাজারের সংখ্যা ঃ ২টি
(চ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ঃ ১৭ টি
কলেজ, মাদ্রাসা, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক এতিমখানা
১। সরকারীঃ ১াট - - - ১টি ১০টি -
২। বেসরকারীঃ - - ২টি ১টি ১টি ৩টি

(ছ) শিক্ষার হারঃ ৬২%

(জ) রাসত্মা ও সড়কের পরিমান (কিঃমিঃ)ঃ
১। পাকাঃ ২.৫ কিঃ মিঃ
২। এইচবিবিঃ ১.৫ কিঃ মিঃ
৩। কাঁচাঃ ২০.০০ কিঃ মিঃ

(ঝ) নলকূপের সংখ্যাঃ
(১) অগভীরঃ ১৫১৮ টি
(২) গভীরঃ ১৩২ টি
(৩) তারা পাম্পঃ ৩৯ টি


(ঞ) জমির পরিমান (একরে)ঃ ৬৪৯৬.২৫ একর
(১) এক ফসলীঃ ৫৬২৯ একর
(২)। দু ফসলীঃ ১৭৩ একর
(৩) তিন ফসলীঃ ২২.২৫ একর
(৪) পতিত জমিঃ ৬৭২ একর

(ট) ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহঃ ১। হযরত শাহ্ কুতুব মসজিদ, ২। হাবেলী পাড়া আল-হোসাইনী দরবার শরীফ।

২.০। প্রশাসন সংক্রামত্মঃ
ইউপি চেয়ারম্যানের নামঃ জনাব সৈয়দ ফাইয়াজ হাসান, কার্যকাল- ২০২২ইং হতে বর্তমান ।

২.১। ইউ পি ভবন/ঘরের বিবরণঃ
(ক) খতিয়ান ও দাগ নংঃ খতিয়ান-৪১, দাগ-২৩১৩।
(খ) অফিস আঙ্গিনায় জমির পরিমানঃ ২৪.৩৭ শতাংশ।
(গ) আর কোন জমি বা সম্পত্তি আছে কি না? পুরাতন ইউপি ভবন, সুপার মার্কেট ভবন, খাদ্য গোদাম।
(ঘ) ইউপি কার্যালয়ের প্রকৃতি ও কক্ষ সংখ্যাঃ কমপেস্নক্স, কÿ- ১২ টি।
(ঙ) নির্মাণ/মেরামতের তারিখঃ নির্মান- ১৭.০৩.২০০৫ ইং।

২.২। বর্তমান পরিষদের বিবরণঃ
(ক) নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য/সদস্যাদের সম্পত্তির বিবরণ দাখিলের তারিখঃ
(খ) শপথ গ্রহণের তারিখঃ 0৮/০২/২০২২খ্রি:
(গ) ১ম সভার তারিখঃ ১৭/০২/২০২২খ্রি: